• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিবিরের সাবেক নেতা এম আশরাফ উদ্দীনের বাড়িতে পুলিশের তল্লাশী ও ভাংচুর

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৩

স্টাফ রিপোর্টার : গত ১৬ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩ সালে রাতে পুলিশ সাবেক শিবির নেতা এম আশরাফ উদ্দীনের বুরহানাবাদ কুশিঘাটস্থ তার বাসায় তাকে গ্রেফতারের উদ্দেশ্যে তল্লাশি চালায়। এম আশরাফ উদ্দীনের পরিবার অভিযোগ করেন এ নিয়ে পুলিশ দুইবার অভিযান চালিয়েছে।

তারা বলেন গত ২৫ শে আগস্ট ২০২৩ সালেও পুলিশ অভিযান চালায়, পুলিশ এম আশরাফ উদ্দীন দেশের বাইরে জেনেও আবার এসে তল্লাশির নামে আসবাবপত্র ভাংচুর করে।

শাহপরান থানার ওসি আবুল খায়ের এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এম আশরাফ উদ্দীনের নামে মামলা থাকার কারনে এ অভিযান চালানো হয়। আসবাবপত্র ভাংচুর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।