সুনামগঞ্জ প্রতিনিধি : সারাদেশ বিএনপির ডাকা হরতালে সমর্থন জানিয়ে বের হওয়া মিছিলে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে।সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ২ সংবাদকর্মী আহত হয়েছেন।
রোববার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের পুরাতন বাসস্টেশন এলাকার বিএনপির কার্যালয়ের সামনে এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, হরতাল সমর্থনে সুনামগঞ্জের পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকা পুরাতন বাসস্টেশনে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা।
এতে পুলিশ ধাওয়া দিলে মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয় পুলিশকে লক্ষ করে। তাৎক্ষণিক মুহুর্তে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। পাল্টা জবাবে বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও বিএনপির সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
এছাড়া ২ জন ফটো সাংবাদিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়া হয়। এতে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিশৃঙ্খলাকারীদের ধরতে অভিযান চলছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302