• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজার সমিতি সিলেট এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৩
দোয়ারাবাজার সমিতি সিলেট এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

দোয়ারাবাজার সমিতি সিলেট এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার (২৫ নভেম্বর) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ দরগা গেইট সিলেট হল রুমে অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মাসুক আহমদ তাহের এর সভাপতিত্বে ও অভিষেক কমিটির আহবায়ক রোটারিয়ান মো. ইকবাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী।

সংবর্ধিত ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, মান্নারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, পান্ডারগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, অধ্যক্ষ মো.জমির উদ্দিন, আওয়ামীলীগ নেতা নুর মিয়া,মো. বশির উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ও সি. ওয়া.অফিসার (অব.) মো. রফিক উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি প্রিন্সিপাল ধীরেন্দ্র কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রুশো চৌধুরী, বাবু অশোক কুমার দাস, মো. সাজিদ মিয়া চৌধুরী, সাবেক মেম্বার যুবরাজ আহমদ, নুর উদ্দিন, সাংবাদিক ইয়াহিয়া চৌধুরী, মো. জাকির হোসেন,এম এইচ আদর।

অনূষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিগনকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেয়া হয়।

তাছাড়া সিলেটে বসবাসরত দোয়ারাবাজার উপজেলার কৃতি শিক্ষার্থী যারা ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তাদেরকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

প্রধান অতিথি তানভীর আশরাফী বাবু তার বক্তব্যে দোয়ারাবাজার সমিতির ভুয়সী প্রশংসা করেন। করোনা মহামারী, বন্যা পরবর্তী সহায়তা, শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, শীতবস্ত্র বিতরণ, মেধাবৃত্তি আয়োজন সহ সকল কার্যক্রমের জন্য সমিতির সকল সদস্যগনকে ধন্যবাদ জানান।অভিভক্ত দোয়ারাবাজার সমিতিকে একীভুত করে সুন্দর একটি কমিটি গঠন করে দেয়ার জন্য মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক এর প্রতি ও ধন্যবাদ জানান। দোয়ারাবাজার সমিতির সকল সম্মানিত সদস্যদের মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধের প্রশংসা করে তিনি বলেন এরকম সুন্দর আয়োজন আপনাদের আন্তরিকতা ও সুন্দর মানসিকতার বহি:প্রকাশ।

সংবর্ধিত ও বিশেষ অতিথিগন ও প্রধান অতিথির বক্তব্যের মতো দোয়ারাবাজার সমিতি সিলেট এর সকল কাজের প্রশংসা করেন এবং উন্নতি ও সকল কাজের সাথে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, রুহুল কুদ্দুস তিলক, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন লিলু, অর্থ সহ সম্পাদক মু. দেলোয়ার হোসেন, সহ সমাজসেবা সম্পাদক আব্দুল মালেক আকাশ, দপ্তর ও প্রকাশনা সহ সম্পাদক দিলদার হোসেন দিলোয়ার, বিজ্ঞান ও প্র. সহ সম্পাদক বিল্লাল হোসেন, মো. রইছ উদ্দিন, এম এইচ আদর, আব্দুল হান্নান, বদরুল আলম, আজাদ মিয়া, ডাক্তার নাসির উদ্দিন, লুতফুর রহমান সহ সিলেটের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সম্মানিত সদস্যবর্গ ও উপদেষ্টামন্ডলী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি, সংবর্ধিত ও বিশেষ অতিথিগনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

এছাড়াও সমিতির সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান দেওয়ান রুশো চৌধুরীকে সমিতির পৃষ্টপোষক হিসেবে এবং অভিষেক কমিটির আহবায়ক রোটারিয়ান মো. ইকবাল হোসেনকে সমিতির সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখায় শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

অভিষেক ২০২৩ এর স্যুভেনির দোয়ারা দর্পন এর মোড়ক উন্মোচন করেন অনুষ্টানের প্রধান অতিথি, সভাপতি, স্যুভেনির এর সম্পাদক সহ সকল অতিথি বর্গ মিলে।

অভিষেক ২০২৩ উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ঢাকা ও সিলেট থেকে আগত সংগীত শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত মু. গোলাম রব্বানি, পবিত্র গীতা পাঠ করেন বাবু অশোক কুমার দাস।