একুশে নিউজ ডেস্ক : সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজের যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনমূলক সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট সদর উপজেলা কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়।
সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসার মো: আব্দুল আহাদের সভাপতিত্বে ও সহকারী অফিসার নিলুফা ইয়াসমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ফখরুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আব্দুল আহাদ ও যুব সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেটের দক্ষ যুব সংগঠক ও অভিনয়শিল্পী মোঃ কামাল।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের যুবরা আগামী দিনের ভবিষ্যত। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যুবদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে। বক্তারা যুবদের দুর্নীতিমুক্ত, মাদক, জঙ্গিমুক্ত দেশ গড়তে এগিয়ে আসার আহবান জানান।
বক্তারা আরো বলেন, মাদক দ্রব্য জাতীয় পর্যায়ে নয়। আন্তর্জাতিক সেক্টরে রন্ধে রন্ধে ঢুকে পড়েছে। অভিভাবকদের দায়-দায়িত্ব থাকলেও তারা তাদের ছেলে-মেয়েদের দিকে খেয়াল দেওয়া হলে মাদকা আসক্ত হওয়ার কথা নয়। আজকের যুবরা আগামী দিনে দেশের হাল ধরবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে দেশে জঙ্গি ও মাদকমুক্ত করতে সরকারের পাশাপাশি যুব সমাজ এগিয়ে আসতে হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302