• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথের তফজ্জুল নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৩
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথের তফজ্জুল নিহত

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় শেখ মোহাম্মদ জাকারিয়া দুলাল (৫১) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মর্মান্তিক নিহত হয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের সাধু গ্রামের (সাদিরপাড়া) তফজ্জুল আলীর ছেলে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। জাকারিয়া দুলাল ২০০০ সাল থেকে যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে স্বপরিবারে বসবাস করে আসছিলেন।

দুলালের বড় বোন শাহানা বেগম জানান, বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে সেখানকার বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে ফেরার পথে মালবাহী লরির সঙ্গে লেগে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৪৫ মিনিট পর লরি কেটে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরেরদিন সেখানে মৃত্যুবরণ করেন তিনি।