• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৩
জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো. বায়েজীদ বিন ওয়াহিদ: সুনামগঞ্জের জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা।

রবিবার সকাল ১০ টায় জামালগঞ্জ সদর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত বীর মুক্তিযোদ্ধার কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা, জামালগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল।
এর আগে জানাযা নামাজে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কলমদর, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, আওয়ামীলীগ নেতা মো: তোতা মিয়া, কালাম সরকার, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো: খোরশেদ আলম, আওয়ামীলীগ নেতা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী (৭২) শনিবার রাতে বার্ধক্য জনিত কারনে নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন। তিনি ৫নং সেক্টরে ছাতক থানার ভোলাগঞ্জ সাব-সেক্টরে যুদ্ধ করেন। তিনি ২ স্ত্রী ৪ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।