একুশে নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সিলেট মহানগর এর কার্যালয়ে নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিতত হয়।
সিলেট মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ এর সভাপতিত্ব ও সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এর পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, সহ সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা আব্দুশ শহীদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দীন, সহ অর্থ সম্পাদক মোঃ আব্দুল আহাদ সদস্য মাইদুল ইসলাম প্রমুখ ।
মাসিক বৈঠকে বক্তরা বলেন, দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। তারার ধীরেধীরে তামাশার নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন করতে যাচ্ছে। আমরা শুরু থেকে, এহেন হীন কাজের ধারাবাহিক প্রতিবাদ করে আসছি। এমনকি বিগত ২৮ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ ❝জাতীয় সংলাপ❞ এর মাধ্যমে বিএনপি সহ দেশের সকল প্রতিনিধিত্বশীল রাজনৈতিক সংগঠনের অংশ গ্রহনে আমাদের আমীর পীর সাহেব চরমোনাই জানিয়েছেন আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না।
তাঁরা আরো বলেন, এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। তাই দেশের জনগণ এই তামাশার নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। ইনশাআল্লাহ ৭ তারিখ ভোটকেন্দ্রে না গিয়ে দেশপ্রেমীক, সচেতন নাগরিক সকলে এই নীলনকশার নির্বাচন বয়কট করবে। নেতৃবৃন্দ আরো বলেন, আমরা এখনো সরকারের শুভবুদ্ধির উদয় কামনা করছি। তারা যেন এই গর্হিত কাজ থেকে ফিরে এসে সকল দলের অংশ গ্রহণে, জাতীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করে।