জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাচনা বাজার দলীয় কার্যালয় এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
উপজেলা দপ্তর সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক তালুকদার, গীতা পাঠ করেন জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মিটন পাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি শুধু একটি কর্মী সম্মেলন নয়, এটি আগামী দ্বাদশ সংসদ নির্বাচন প্রস্তুতি সভাও, দেশের চলমান উন্নয়নের কাজগুলো সমাপ্ত করতে হলে যে কোনো মূল্যে আওয়ামী লীগ সরকারকে আবারো চতুর্থ বারের মত নির্বাচিত করতে হবে। এসময় উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে তাদের মতামত তূলে ধরেন। যেহেতু এবছর নির্বাচনটা উন্মুক্ত করে দেয়া হয়েছে তাই আগামী ১৭ই ডিসেম্বর পর্যন্ত নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত সকলকে অপেক্ষা করতে বলা হয়।
বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি বাবু দ্বিজেন্দ্র লাল দাস, স্বপন কুমার রায়, আব্দুল মুকিত চৌধুরী।যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম পারভেজ, মোবারক আলী তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অসিত রায় চৌধুরী, , উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: আব্দুল খালেক, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ফারুক আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হক, জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক তালুকদার, সাচনাবাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদীন। ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুল হুদা চৌধুরী, ভীমখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান শাহ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহানা আল আজাদ, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক লতিফা বেগম, জেলা শ্রমিকলীগ নেতা সায়েম পাঠানসহ প্রায় কয়েকশত নেতাকর্মী।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302