একুশে নিউজ ডেস্ক : শ্রুতি বিভাগীয় আবৃত্তি উৎসব ১৪৩০ উদ্বোধনী এবং সিলেট বিভাগীয় আয়োজন ৩ দিনব্যাপী অনুষ্ঠানের ১ম দিনের অনুষ্ঠান ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সিলেট রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে মুক্তমঞ্চে বিকেল ৪.৩০ মিনিটে অনুষ্ঠানের সূচনা হয়।
উদ্বোধনী নৃত্যের পর প্রদীপ প্রজ্বলনের পর শ্রুতি সিলেট এবং চারুবাকের পর আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর দলগত আবৃত্তি পরিবেশন করে। বিমল কর এর গ্রন্থনা ও নির্দেশনায় ” কবিতার বাংলাদেশ ” নির্মাণটি উপস্থাপন করে। দলগত আবৃত্তি পরিবেশনে কণ্ঠ দেন পিউ,গুলজার, নেনো, শুচি, বিথী, পূজা, মনিষ, ঐশিকা, ত্রিদিব ও রাজন্যা।