• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) উরুস মোবারকের ৬৮৩ তম প্রস্ততি সভা শুক্রবার

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৩
হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) উরুস মোবারকের ৬৮৩ তম প্রস্ততি সভা শুক্রবার

হযরত সৈয়দ শাহ্ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী (রঃ) দরগা শরীফের আগামী ১৫ জানুয়ারি ২০২৪ উরুস উদযাপন উপলক্ষে উরুস মোবারকের ৬৮৩ তম প্রস্ততি সভা আগামীকাল শুক্রবার বাদ জুম্মা মৌলভীবাজারের শহরের হযরত সৈয়দ শাহ্ মোস্তফা দরগাহ প্রাঙ্গণের অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।

উক্ত সভায় সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন উরুস উদযাপন পরিষদের আহবায়ক ও মাজারের মোতাওয়াল্লী সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ।