• ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মহান বিজয় দিবসে দি এইডেড হাই স্কুলের শ্রদ্ধাঞ্জলী অর্পন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৩
মহান বিজয় দিবসে দি এইডেড হাই স্কুলের শ্রদ্ধাঞ্জলী অর্পন

একুশে নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫২ বছর পূর্তি।

মহান বিজয় দিবস উপলক্ষে দি এইডেড হাই স্কুলের উদ্যোগে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো: শমশের আলী, সিনিয়র শিক্ষক দীপাল কুমার সিংহ, রেজিনা বেগম, মোছা: শুকরিয়া সুলতানা চৌধুরী, সহকারী শিক্ষক চুমকী দেবনাথ, জহিরুল ইসলাম, মৃতুঞ্জয় দাস, নিখিল চক্রবর্ত্তী, মোঃ সাইফুর রহমান, মো: মঈন উদ্দিন, অচিন্ত্য নারায়ন সাহা, মাসুদ আলম সহ শিক্ষার্থীবৃন্দ।