একতরফা নির্বাচনী তফসিল বাতিল, সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে অবস্হান কর্মসূচি পালিত হয়। অদ্য ২২ডিসেম্বর শুক্রবার বিকাল চারটায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্হান কর্মসূচিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সনজয় কান্ত দাশ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ,বাসদ সিলেট জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন,সিপিবি জেলা এডভোকেট নিরঞ্জন দাশ খোকন,বাসদ জেলা সদস্য মাছুমা খানম ।
বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, সরকার একতরফাভাবে আগামী ৭ জানুয়ারি যে পাতানো ‘আমি আর ডামি’ নির্বাচনের আয়োজন করেছে তা দেশকে এক ভয়ংকর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সংকটের দিকে নিয়ে যাবে। নেতৃবৃন্দ দেশকে ভয়ংকর পরিণতির হাত থেকে বাঁচাতে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নতুন নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানান। নির্বাচন কমিশন কর্তৃক আগামী ৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচনে অংশ না নেওয়া দলগুলির সভা-সমাবেশের ওপর সংবিধানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, দেশে জরুরি অবস্থা ছাড়া এধরনের নিষেধাজ্ঞা সংবিধান বিরোধী। নেতৃবৃন্দ বলেন, এই নিষেধাজ্ঞা দেওয়ার অধিকার নির্বাচন কমিশনের বা কোন সংস্হারই নেই। দেশবাসী এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাখান করেছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
বক্তারা ৭জানুয়রি প্রহসনের নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302