দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা শাহ টিপু সুলতানের বাড়িতে পুলিশ তল্লাশির নামে হয়রানী চালিয়েছে। গত ২৫ ডিসেম্বর ২০২৩ রাত ০৩টায় মোগলাবাজার থানাধীন সিলাম শেখপাড়া গ্রামে শাহ টিপু সুলতানের বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করেন থানার সাব-ইন্সপেক্টর তোফায়েল আহমদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম। বিএনপির চলমান আন্দোলন নাশকতা প্রতিরোধে দুস্কুতিকারীদের গ্রেফতার করতে পুলিশের এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন থানার তদন্তকারী কর্মকর্তা। শাহ টিপু সুলতানের বাড়িতে অভিযানের কথা জানতে চাইলে তিনি বলেন বিএনপির এই নেতা বিরুদ্ধে পূর্বের মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি থাকার কারণে তাকে গ্রেফতার করার জন্য বাড়িতে অভিযান চালানো হয়। তিনি বাড়ি না থাকায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। তাকে গ্রেফতারের জন্য পুলিশি খুঁজছে।
শাহ টিপু সুলতানের ভাই শাহ জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, আমার ভাই দীর্ঘদিন থেকে প্রবাসে অবস্থান করছেন তার পরও গতকরাতে পুলিশ আমাদের বাড়িতে তল্লাশী করে ভয়ভীতি প্রদর্শন করেছে। আমার ভাই প্রবাসে থাকার পরও পুলিশ আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302