বড়লেখা প্রতিনিধি : জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সড়ক আন্দোলনের বিশ্বের রোল মডেল সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত জনতার নেতা গণমানুষের মহানায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস কাঞ্চনের ৬৬’তম জন্মবার্ষিকী উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী চলমান জনহিতকর মানবিক কর্মসূচিতে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন সুখী উন্নয়ন সংস্থা বড়লেখা’র চেয়ারম্যান জন্টু দেব।
নিসচা বড়লেখা উপজেলা শাখার মানবিক কার্যক্রমের প্রতি তিনি উদ্বুদ্ধ হয়ে সোমবার রাতে পৌর শহরের থানা সংলগ্ন সুখী উন্নয়ন সংস্থার কার্যালয়ে নিসচা নেতৃবৃন্দদের তিনি আমন্ত্রণ জানান। এসময় তিনি নিসচা’র বিভিন্ন মানবিক, সামাজিক-স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে মানবিক তহবিলে নগদ আড়াই হাজার টাকা নিসচা নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন সভাপতি তাহমীদ ইশাদ রিপন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ওলিউর রহমান পারভেজ ও সাদিকুর রহমান প্রমুখ।
সুখী উন্নয়ন সংস্থা’র চেয়ারম্যান জন্টু দেব প্রচারণা ছাড়াই সমাজসেবায় বিশেষ অবদান রাখছেন। তিনি ইতিমধ্যে নিম্ন আয়ের অসহায় মানুষের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন, সিএনজি চালিত অটোরিকশা, ক্ষুদ্র ব্যবসা দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। তাছাড়া তিনি প্রতিনিয়ত অসহায় মেধাবী ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী, কন্যাদায়গ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান এবং বিগত করোনাকালীন ও বন্যার সময়ে ধাপে-ধাপে মানবিক সহযোগিতা নিয়ে জনসাধারণের পাশে দাড়িয়েছেন একজন মানবিক ব্যক্তিত্ব সুখী উন্নয়ন সংস্থা’র চেয়ারম্যান জন্টু দেব।
জানা যায়, সুখী উন্নয়ন সংস্থা বড়লেখা’র মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে জনসাধারণের দোরগোড়ায় আর্থিক সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠান কাজ করছে। ইতিমধ্যে জেলা সমবায় অফিসার, বিসিএস ক্যাডারসহ বিভিন্ন অঙ্গণের ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, প্রচার বিমুখ একজন মানবিক ব্যক্তিত্ব জনাব জন্টু দেব এর মতো দেশের তথা সমাজের কল্যাণে সবাই এগিয়ে আসা প্রয়োজন। সকলের আন্তরিক সহযোগিতায় সুন্দর সমাজ বিনির্মাণে আমরা এগিয়ে যাবো সম্মূখপানে। নিসচা’র প্রতি তার এই ভালোবাসা ও সহযোগিতায় আমরা চির-কৃতজ্ঞ। আশা করছি তার এই আন্তরিকতা ও সহযোগিতা অব্যাহত থাকবে।
মহান আল্লাহপাকের নিকট তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।