একুশে নিউজ ডেস্ক : সিপিডিতে অনেক রাশান অর্থনীতিবিদ আছেন, যারা ঘরে বসে অংশ কষে ব্যাংকিং খাতে ১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের মতো আজগুবি তথ্য দিয়েছে; বাহবা পাওয়ার জন্য তারা এসব করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে নগরের আম্বরখানা এলাকায় গণসংযোগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।
এসময় সিপিডির প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, রাশিয়ার মতো বড় দেশের উনিশ টুকরো হয়ে যাওয়ার পেছনে তাদের অর্থনীতিবিদরা দায়ী।
তিনি বলেন, দুর্ভাগ্যবশত সিপিডিতে যারা আছেন তাদের অনেকেই রাশান ইকোনমিস্ট। তারা ঘরে বসে অংক কষে আজগুবি নাম্বার বের করেছে, বাহবা পাওয়ার জন্য।
সিপিডির কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে, সরকার তা গ্রহণ করবে, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর।
এসময়, গার্মেন্টস কর্মীদের ২৩ হাজার টাকা মজুরি দাবির প্রসঙ্গ এনে সিপিডির সমালোচনা করে ড. মোমেন বলেন, তাদের দাবি বাস্তবায়ন হলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302