একতরফা নির্বাচন তফসিল বাতিল,সরকারের পদত্যাগ করে দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। অদ্য ২৭ডিসেম্বর বুধবার বিকাল চারটায় আম্বরখানা-মজুমদারি এলাকায় লিফলেট বিতরণে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি, শহীদ মিয়া, জাহেদ আহমদ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের রুমন বিশ্বাস প্রমূখ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন,প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগসহ রাষ্ট্রের সকল সংস্থা ও সাংবিধানিক সংস্থাসমূহের দলীয়করণের মাধ্যমে জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। সভা-সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করা হয়েছে।
নেতৃবৃন্দ এই দুঃশাসনের অবসানে সংসদ ভেঙে দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ নির্বাচনী ব্যবস্হা আমূল সংস্কারসহ জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ ৭জানুয়ারি একতরফা-প্রহসনের নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302