• ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মদিনা মার্কেটে সেবা ছায়া’র ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৩
মদিনা মার্কেটে সেবা ছায়া’র ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

একুশে নিউজ ডেস্ক : সেবা ছায়া (মা ও শিশু কল্যাণ সংস্থার) উদ্যোগে মদিনা মার্কেট পয়েন্টের একটি দেয়ালে স্থাপন করা হয়েছে ‘মানবতার দেয়াল’। গতকাল ২৬ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের চিকিৎসক, সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কানাইঘাট উপজেলা প্রতিনিধি বিশিষ্ট চিকিৎসক রোটারিয়ান ডাঃ মোহাম্মদ মিসবাহুল ইসলাম এই মানবতার দেয়াল উদ্বোধন করেন।

প্রধান অতিথি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ছিন্নমূল অসহায় মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। সামনে প্রচণ্ড শৈত্যপ্রবাহের আশঙ্কা থাকায় শীতকেন্দ্রিক দুর্ভোগ আরও বাড়তে পারে, এমতাবস্থায় নিঃস্বার্থভাবে বিত্তবান ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব হচ্ছে অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানো। শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র সরবরাহ করে সাধ্যমতো শীতার্তদের পাশে এসে দাঁড়ানোর জন্য এই উদ্যোগকে তিনি স্বাগত জানান। এই সংস্থার কার্যক্রম সঠিকভাবে চললে দরিদ্র ও অসহায়রা আরো উপকৃত হবে।

কিছুটা দেরিতে হলেও দেশে শৈত্যপ্রবাহ দিন দিন বাড়ছে । দুর্ভোগে ছিন্নমূলের মানুষ, ঠিক সেই সময়ে মদিনা মার্কেটস্থ এপেক্স শোরুমের পাশেই জনসম্মুখে উন্মুক্তস্থানে দেয়ালে লেখা হয়েছে ‘মানবতার দেয়াল’। এক পাশে লেখা হয়েছে মানবতার হাত বাড়াই, শীতার্ত মানুষের পাশে দাড়াই, অপ্রয়োজনীয় কাপড় দিয়ে যাই, প্রয়োজনে নিয়ে যাই। এসব বস্ত্র মনের আনন্দে দিয়ে যাচ্ছেন ও নিয়ে যাচ্ছেন পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা। এরকম মহৎ কাজে অংশ গ্রহণ করতে পারায় প্রধান অতিথি সহ উপস্থিত সকল অনেক খুশি।

উপস্থিত দু’চারজন সাধারণ মানুষ বলেন, এমন ধরনের পোশাক কেনার সমর্থ নেই আমাদের। কোনো টাকা ছাড়াই রাস্তার ধারে খোলামনে পছন্দের পোশাক নিতে পেরে আমরা খুশি।

মানবতার দেয়াল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সেবা ছায়া (মা ও শিশু কল্যাণ সংস্থার) চেয়ারম্যান মোঃ সুলতান উদ্দিন, জেনারেল সেক্রেটারি সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মছনুল করিম চৌধুরী, সদস্য মোঃ তানজিমুল ইসলাম, মোঃ শামসুদ্দিন সুমন, পলক রায় ও শফি আহমদ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক রেদওয়ান আহমদ, সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও অনুপ্রাণন সম্পাদক মোঃ নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান তালুকদার, ব্যবসায়ী মিজানুর রহমান কালা মিয়া, ব্যবসায়ী মোঃ এনামুল হক চৌধুরী রনি, ব্যবসায়ী আব্দুল বারী, এডভোকেট সাদেক আহমদ এবং শিক্ষক আলী আহমদ প্রমূখ।