• ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সিলেট বাসদ এর গণসংযোগ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৩
নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সিলেট বাসদ এর গণসংযোগ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। অদ্য ২৯ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে চারটায় লোহারপাড়া, বড়বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল,জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শফিকুল ইসলাম কাজল, জাহেদ আহমদ, ইউসুফ আলী , আবদুল্লাহ,প্রমূখ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় থাকার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। প্রহসনের নির্বাচন করে বর্তমান সরকার পুনরায় ক্ষমতাসীন হলে কর্তৃত্ববাদী -ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হবে, জনগণের উপর দমন-পীড়ন, শোষণ -নির্যাতন বহুগুণে বেড়ে যাবে ‌।

নেতৃবৃন্দ নির্বাচন তফসিল বাতিল করে দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন , সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ ৭জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।