মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী আব্দুল মন্নান তালুকদার।
মঙ্গলবার সকাল ১১ টায় জামালগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আমি ১৯৮৬ সাল থেকে জাতীয় পার্টির সাথে একনিষ্ঠ ভাবে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছি। জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছি।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করি। পরবর্তীতে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী মহাজোটের প্রার্থীর সমর্থনে প্রার্থীতা প্রত্যাহার করি।
এবারো দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করি ও নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাই । আমি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বারবার যোগাযোগ করলেও তাঁদের কাছ থেকে প্রচারণায় কোনো ধরনের সহযোগিতা পাই নাই। এ অবস্থায় আমি স্পষ্ট বুঝতে পেরেছি আসন ভাগাভাগির নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমি দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম আল আমিন সহ উপজেলা নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জামালগঞ্জ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ জাতীয় ও আঞ্চলিক পত্রিকা সহ বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302