একুশে নিউজ ডেস্ক : সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল বলেছেন, আমরা এই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী অবস্থা থেকে মুক্ত করব। বিএনপি সারাদেশের জনগনকে জানিয়ে দিয়েছে, গণতন্ত্র, সংবিধানবিরোধী ও জনপ্রতিনিধিত্ববিহীন সরকার ক্ষমতায় আর থাকতে পারবে না। ইনশাআল্লাহ এই দেশে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবই। তিনি বলেন আমরা এই সরকারকে বিদায় দেব শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে। আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশে জনগণের সরকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
বুধবার (৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় বন্দরবাজার সিটি মার্কেট এলাকায় লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব বলেছেন, ‘আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না। এটি একটি ভাগ-বাঁটোয়ারা নির্বাচন, এটি একটি তামাশার নির্বাচন। এই নির্বাচন দেশের মালিক জনগণের নির্বাচন নয়। জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি ডামি নির্বাচন করে সরকার বিদেশিদের দেখাতে চায়, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে।’ তারা যত ষড়যন্ত্র করুক, কোনো লাভ হবে না। নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র-চক্রান্ত্র হচ্ছে। তাই আগামী ৭ জানুয়ারি ডামি নির্বাচন সিলেটবাসীকে বর্জন করার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি ও ওয়ার্ডের লল্লিক চৌধুরী, শেখ কবির আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, নাদির খান, মন্জুরুল হাসান মন্জু, মোঃ লুৎফুর রহমান মোহন, খায়রুল ইসলাম খায়ের, মোঃ বচ্চু মিয়া, তাজ উদ্দিন মাসুম, সবুর আহমদ খান, মিজান আহমদ, সেলিম আহমদ সেলু, মোঃ রফিকুল ইসলাম রফিক, আলমগীর বক্স চৌধুরী শোয়েব, রুবেল বক্স, আব্দুল মান্নান, সাহিদুল ইসলাম কাদির, হাবিবুর রহমান হাবিব, মঈনুল ইসলাম, নজরুল ইসলাম,ওজি মোহাম্মদ কাওসার, মালেক আহমদ (১১নং ওয়ার্ড), জি এম বাপ্পি, আমিন উদ্দিন, বদরুল ইসলাম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, খুর্শেদ আলম খুশু, আব্দুল মুমিন, এনামুল আজিজ মুন্না, মোস্তাক আহমদ, মোঃ রুবেল ইসলাম, আব্দুস সামাদ লস্কর মুনিম, হারুনুর রশিদ হারুন, সিরাজ মিয়া, নাহিয়ান আহমদ রিপন সহ অসংখ্য নেতাকর্মী।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302