• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে পিআইসি সদস্যদের নিয়ে কর্মশালা

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৪
জামালগঞ্জে পিআইসি সদস্যদের নিয়ে কর্মশালা

মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় কাবিটা নীতিমালা অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে গঠিত ৪৩ টি পিআইসি সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ রানা। পাউবোর জামালগঞ্জ শাখার উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনির সঞ্চালনায় বক্তব্য দেন উপসহকারী প্রকৌশলী মো. নাহিদ মল্লিক। পাউবো উপজেলা কমিটির সদস্য ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুল ইসলাম, মো. ওয়ালী উল্লাহ সরকার, মো. জালাল মিয়া এবং উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, প্রকল্প সভাপতি মো. আসাদ মিয়া, মো. শাহাবুদ্দিন, মো. গোলাম মোস্তফা। এসময় প্রতিটি প্রতিটি পিআইসি সভাপতির কাছে (ওয়ার্ক অর্ডার) কাজের আদেশ পত্র বিতরণ করা হয়।