• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্য ইয়াং ষ্টারের সাধারণ সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৪
যুক্তরাজ্য ইয়াং ষ্টারের সাধারণ সভা অনুষ্ঠিত

ছদরুল ইসলাম লোকমান, যুক্তরাজ্য থেকে : মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সিলেট ইয়াং ষ্টারের সহযোগি সংগঠন যুক্তরাজ্য ইয়াং ষ্টারের সাধারণ সভা সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ইষ্ট লন্ডন ব্রিকলেন এক অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট ইয়াং ষ্টারের প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য ইয়াং ষ্টারের সভাপতি এমদাদ হক তালুকদারের সভাপতিত্বে ও সিলেট ইয়াং ষ্টারের যুগ্ম সাধারন সম্পাদক ও যুক্তরাজ্য ইয়াং ষ্টারের সাধারন সম্পাদক ছদরুল ইসলাম লোকমানের পরিচালনায় অনুষ্টিত সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন জগন্নাথপুর ইয়াং ষ্টারের সিনিয়র যুগ্ম সম্পাদক আল মামুন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট এর সাবেক স্পিকার আহবাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা আহাদ চৌধুরী বাবু, কমিউনিটি নেতা জুবায়ের কিবরিয়া, যুক্তরাজ্য ইয়াং ষ্টারের সহ-সভাপতি সুজাত মিয়া, সাদিক মিয়া।

আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর ইয়াং ষ্টারের সভাপতি নুর আহমদ, সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাহির, যুক্তরাজ্য ইয়াং ষ্টারের সদস্য আবু সাদ ফেরদৌস, নাহিদ কামরান, মোহাম্মদ সাদ প্রমুখ।

সভার শুরুতে সকলের সম্মতিক্রমে ছদরুল ইসলাম লোকমানকে যুক্তরাজ্য ইয়াং ষ্টারের সাধারন সম্পাদক মনোনিত করা হয়।

প্রধান অতিথি বক্তব্যে আহবাব হোসেন বলেন সামাজিক সংগঠনে নেতৃত্বের প্রতিযোগিতা চাই না মানবতার কাজ চাই।তিনি আরও বলেন যুক্তরাজ্য ইয়াং ষ্টারের সাথে সব সময় থাকবেন।

বিশেষ অথিতির বক্তব্যে আহাদ চৌধুরী বাবু বলেন মানব কল্যানে কাজের মাধ্যমে ইয়াং ষ্টার কে প্রমান করতে হবে এই সংগঠন সবার সেরা সংগঠন।

তিনি আরও বলেন গতানুগতিক সামাজিক কাজ থেকে বেরিয়ে এসে স্থায়ী সামাজিক কাজে মনোনিবেশ করতে হবে।