• ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আব্দুল আহাদ খান জামালের মুক্তির দাবিতে মোগলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৪
আব্দুল আহাদ খান জামালের মুক্তির দাবিতে মোগলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

একুশে নিউজ ডেস্ক : ছাত্রদল কেন্দ্রীয় সাংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) বাদ আসর মোগলাবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এক সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যেমে শেষ হয়।

সামবেশে বক্তারা বলেন, সরকার জনগণের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করেছে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভিন্নমতের মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করে জুলুম-নিপীড়ন চালাচ্ছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে এখন বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতনের উৎসবে মেতে উঠেছে। দেশবাসী বিএনপির নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য চূড়ান্ত আন্দোলন করছে। এসব মামলা, হামলা ও গ্রেফতার-নির্যাতন করে গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না।

নেতৃবৃন্দ অবিলম্বে জেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুল আহাদ খান জামাল সহ গ্রেফতারকৃত সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

মিছিল পরবর্তী সমাবেশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুরুল আমিননের পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মইনুল ইসলাম মঞ্জু, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সহ-সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মুতি, মোগলাবাজার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশাহ মেম্বার, ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সুমন আহমদ আনসার, ইউনিয়ন যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সালাম আহমদ, স্বেচ্ছাসেবক দলনেতা হোসেন মোহাম্মদ রাফি, এলাইস মিয়া, শামীম আহমদ, আলী হোসেন, রুবেল আহমদ, নাসির আহমদ বাদশা, জুয়েল মিয়া, রেজাউল আহমদ, তাজুল আহমদ, রুবেল মিয়া-২, নাবিল আহমদ, শাহনুর আহমদ, আরিফ আহমদ, লাকি মিয়া, শাহিন আহমদ, বাসন আহমদ শারজাদ, সেবুল আহমদ, সুমন আহমদ প্রমুখ।