• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৪
জামালগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের আয়োজনে সাধারণ সভা অনুষ্টিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মাসুদ রানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ন সাধারণ কাজী আশরাফুজ্জামান। উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মিয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা এরশাদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বি জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, সমবায় কর্মকর্তা লিপি রানী দাস, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার,জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো হাবিবুর রহমান,সাবেক সভাপতি মো ওয়ালী উল্লাহ সরকার ও অঞ্জন পুরকায়স্থ,উপসহকারী প্রকৌশলী আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

প্রধান অতিথি- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার বলেন, আমি আপনাদের ভোটে নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এসেছি। আপনাদের নিয়েই হবে আমার পথচলা। চলতি বছরে হাওরের ফসল রক্ষা বাঁধগুলো আমার জানা নেই কাকে দেওয়া হয়েছে। আপনারা সকলেই খেয়াল রাখবেন আমার প্রতিপক্ষ আছে, তাই হাওরে যাতে তারা কোনো ধরনের ক্ষয়ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।