একুশে নিউজ ডেস্ক : সারাদেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপর জানমাল, প্রতিমা ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সিলেট জেলা, মহানগর, সিলেট সদর উপজেলা ও বিয়ানীবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার সকালে গণমাধ্যমে এক বার্তায় ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য ও সিলেট জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল ওদুদ, ন্যাপ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি ডাঃ হিরণ মোহন বিশ্বাস, সঞ্চীব চন্দ্র চক্রবর্তী, তপন কুমার দাশ, সৈয়দ আনোয়ার হোসেন, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও ন্যাপ সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক হারাধন নম, জাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অনিমেষ সরকার, কোষাধ্যক্ষ সুরঞ্চিত শর্মা, প্রচার সম্পাদক সাকিলউল হক তাকিম, মুক্তিযুদ্ধা সম্পাদক বীর মুক্তিযুদ্ধা বিমল চন্দ্র দে, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক চয়ন তালুকদার, দপ্তর সম্পাদক সিফাজুল হক, যুব ছাত্র বিষয়ক সম্পাদক একসান আহমদ, মহানগর সভাপতি মোঃ তোতা মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আপ্তাব মিয়া, সিলেট সদর উপজেলা সভাপতি মোঃ তৈমুছ আলী, সাধারণ সম্পাদক আব্দুল বশির, বিয়ানীবাজার উপজেলা সভাপতি মোহাম্মদ সাহাদাত আনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সহ নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সিরাজগঞ্জের এনায়েতপুর ও বেলকুচিতে ঈগল প্রতীকে ভোট দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা জেলেপাড়া, ভাঙ্গাবাড়ী গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চড়াও হয়ে প্রতিমা ঘরবাড়ি ভাংচুর করে। তারা লুটপাট চালায় এবং গবাদি পশু নিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের তাঁতীপাড়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কমপক্ষে ছয়টি বাড়িঘর ভাংচুর করা হয়। কুষ্টিয়ার কুমারখালীর ৫০টি হিন্দু পরিবারকে সাত দিন অবরুদ্ধ করে রাখা হয়। ঠাকুরগাঁও-১ আসনের তেনাই তোলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে ফেরার পথে রোশনি রায় ও জয়দেব বর্মণের উপর হামলা হয়। কুমিল্লার দাউদকান্দিতে ঈগল প্রতীকের সমর্থক পিপলু সাহা ও রঞ্জন সাহাকে কুপিয়ে আহত করা হয়। ফরিদপুর-৩ আসনে সতন্ত্র বিজয়ী এ কে আজাদকে সমর্থন করায় মাঝিপাড়ায় বাড়িঘরে হামলা চালিয়ে ১৫ সংখ্যালঘুকে আহত করা হয়। গাইবান্ধা-৫ আসনে ৪ হিন্দু বাড়িতে হামলা করে প্রায় ৫ লাখ নগদ টাকা ও গবাদি পশু কেড়ে নেওয়া হয়। এছাড়া মাদারীপুরের কালকিনিতে বেদে এবং ঝিনাইদহ সহ বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করে ক্ষমতাসীন দলের কর্মী সমর্থকরা। সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ১৯ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার।
নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান।
বার্তাপ্রেরক
মোঃ আব্দুল ওদুদ
ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য
ও ন্যাপ সিলেট জেলা কমিটির সভাপতি
০১৭১২-৫৫৮২৬২
২০.০১.২০২৪
ঠিকানা: ১৩০, মিতালী আ/এ, সামছুন নাহার ভবন, ৪র্থ তলা ৪সি, রায়নগর, সিলেট-৩১০০।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302