স্টাফ রিপোর্টার: সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। গতকাল (২০ জুলাই) বিকাল ৪টায় সিলেট-ঢাকা হাইওয়ে রোডস্থ চন্ডিপুল পয়েন্টে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে তর্কবিতর্ক হয় এক পর্যায়ে দুপক্ষে মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশ ও বিএনপির অনেক নেতাকর্মী হতাহত হয়।
এঘটনায় এস.আই আশিকুর রহমান বাদী হয়ে মোগলাবাজার থানার বিএনপির ৩৫ নেতাকর্মী সহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী একটি মামলা দায়ের করেন। মামলা নং-২২/৬৭, তারিখ: ২১/০৭/২০১৫ ইং।
মামলার আসামীরা হলেন, দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রাফিয়ান আহমদ সবুজ সাদ্দাম, উমেদুর রহমান উমেদ, দেলোয়ার হোসেন দিনার, সৈয়দ ফরহাদ হোসেন, সুফুল আমিন, আজিজুল হক আজিজ, মুহাম্মদ সাঈদ আহমেদ, আব্দুস সামাদ, সাহাবুদ্দিন গাজী, সৈয়দ রাহিম আলী, মোঃ সাইদুল চৌধুরী, ফরহাদ হোসেন, আব্দুল মনাফ, ইমরান আহমদ, ইমরান আহমদ, করিম সাবুল, মামুন আল খান, পাবেল আহমদ, হাফিজ চৌধুরী, নাজিম ইসলাম, শাহীন আহমদ, আবু সুফিয়ান, বিলাল, মঈন উদ্দিন মফিজ, আতিক মিয়া, আফজাল খান পাপলু, মোঃ হেলাল আহমদ, মোঃ মঞ্জুর রহমান মনির হোসেন, মুহিত মিয়া, সারোয়ার হোসেন, সাইফুল ইসলাম, শাবাজ মিয়া।
এবিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চন্ডিপুল পয়েন্টে বিএনপি ও পুলিশ মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। এঘটনায় পুলিশের পক্ষ থেকে মোগলাবাজার থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302