সিলেট তথা বিয়ানীবাজার ও কানাইঘাটের বিশিষ্ট সাংবাদিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারও তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে ২০০৬ সালে এ্যাক্রোডিটেশন কার্ড নং ১৯৪০প্রাপ্ত, ২০১৪ সাল থেকে সিলেট জেলার কানাইঘাট উপজেলাধীন ১নং লক্ষী প্রসাদ পুর্ব ইউনিয়নের (মধ্যবর্তী স্থান) মমতাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীর উপর একটি ব্রীজ নির্মাণের দাবিতে প্রধান আহবায়কের দায়িত্বপ্রাপ্ত হয়ে, স্থানীয় কানাইঘাট উপজেলার এলজিইডি, সিলেট জেলা এলজিইডি এবং জেলা প্রশাসক সিলেট, বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ-সিলেট , অনুমোদন গ্রহণ করেন।
পরবর্তীতে উপ-সচিব (উন্নয়ন-২)স্থানীয় সরকার বিভাগের সুপারিশ গ্রহণ করেন |সকল প্রসেস শেষে বর্তমানে এলজিইডি সদর দপ্তর ঢাকায় ডিজাইন সহঅন্যান্য কাজের জন্য রয়েছে। গত ২৩ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১২ঘটিকার সময়ে পরবর্তী অগ্রগতির জন্য ব্রিজ বাস্তবায়ন কমিটির আহবায়ক শত ব্যস্ততার মধ্যে এবং অসুস্থ থাকা অবস্থায় সাধারণ মানুষের স্বার্থে আগারগাঁও শেরে বাংলা নগর প্রকৌশলী এলজিইডি সদর দপ্তর ঢাকায় উপস্থিত হয়ে জনাব মোঃ এবাদত আলী( নির্বাহীপ্রকৌশলী ''ডিজাইন'' এলজিইডি) মোঃ সেলিম মিয়া (প্রকল্প পরিচালক), খন্দকার লুৎফে আলম সাব্বির (মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার) গণের সহিত সাক্ষাৎ করেন এবং এবং সরকারের বিভিন্ন দপ্তরের সহিত যোগাযোগ করেন এবং সকলই আশ্বাস্থ করেন অচিরেই ব্রীজটি বাস্তবায়িত হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302