• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে নৌপুলিশের মাদক বিরোধী অভিযানে ১৩ কেজি গাঁজাসহ আটক ২

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৪
জামালগঞ্জে নৌপুলিশের মাদক বিরোধী অভিযানে ১৩ কেজি গাঁজাসহ আটক ২

হাবিব রহমান: সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে নৌ পুলিশের অভিযানে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ জন।

আটককৃতরা হলেন-চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হান্টার হাওর গ্রামের মোঃ আব্দুস শহীদের ছেলে মো.আকাশ মিয়া(২২) ও চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের একরতলী গ্রামের মৃত কালা মিয়ার ছেলে জুমান মিয়া (২১)।
নৌ-পুলিশ জানায় শুক্রবার বিকেলে নৌ-পুলিশের এসপি আব্দুল্লা আল মামুনের নির্দেশনায় উপজেলার লালপুর নৌপুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে লালপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও এসআই মো. আনিসুর রহমানসহ সঙ্গীয় ফোর্স মান্নানঘাট বিআইডব্লিউটি লঞ্চঘাট পল্টন থেকে ১৩ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে নৌ-পুলিশ ফাড়িতে নিয়ে আসে। পরে সন্ধ্যায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দুজনকে জামালগঞ্জ থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ৩৬(১) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। মামলা নং ০৭/তারিখ ২৬.০১.২৪