সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় এর অষ্টম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (৫ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে।
এদিন সকাল ১০টায় প্রধান অতিথি আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল, সিলেট মহোদয়কে বিদ্যালয়ে চৌকস স্কাউটদল ও গার্ল গাইডস দলের গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এরপর পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ শেষে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়।
অত্যন্ত আনন্দমুখর ও ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নাজমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়েরই প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ জহুর আহমেদ, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা জাফরিন রোজি, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবলি পুরকায়স্থ, জেলা শিক্ষা অফিস এর প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক রওশন আরা শেলী, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মমতাজ বেগম, দক্ষিণ সুরমা হাই স্কুলের প্রধান শিক্ষক নুসরাত হক।
বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এই বক্তব্যে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা গ্রহণে ওপর গুরুত্ব দিতে আহ্বান জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, শিক্ষক ও মাতাপিতা কে সম্মান করতে হবে, মনের ভিতরে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য একটি আদর্শ মেনে চলতে হবে। যে আদর্শ তোমার স্বপ্নকে মহান করবে, দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে। বার্ষিক ক্রীড়ার চূড়ান্ত পর্ব অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন পারদর্শী শিক্ষার্থী ও সাংস্কৃতিক দল কবিতা আবৃত্তি, সংগীত ও নিত্য পরিবেশন করেন। এরপর বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন শিক্ষার্থীদের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উপস্থিত অতিথিবৃন্দ মন্তব্য করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302