• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অশান্ত পৃথিবীর ইসলামই একমাত্র সমাধান: ফজলুল করীম মারুফ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৪
অশান্ত পৃথিবীর ইসলামই একমাত্র সমাধান: ফজলুল করীম মারুফ

একুশে নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, সারা পৃথিবী জোড়ে আজ যে অশান্তির দাবানল জ্বলছে তার একমাত্র কারণ ইসলামহীনতা। আমাদের এই বাংলাদেশে স্বাধীনতার বাহান্ন বছর পরেও যেন আমরা পরাধীনই আছি। শান্তিতে বসবাস তো স্বপ্নের মত। যত দিন যাচ্ছে অশান্তিতে মানুষের হাহাকার তত বাড়ছে। এখনতো আমরা চোর ডাকাত দুর্নীতিবাজ সন্ত্রাসী লোটেরাদের হাতে জিম্মি হয়ে আছি। সামনে আর আলোর পথ দেখা যাচ্ছে না। ইসলামহীনতাই তার একমাত্র কারণ। ইসলামই একমাত্র সমাধান। ইসলাম প্রতিষ্ঠা করতে না পারলে এই জুলুম দুর্নীতির অবসান হবেনা। তাই সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে।

তিনি শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নগরীর সারদা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাইদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, আলহাজ্ব ফজলুল হক, মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, মাওলানা আসআদ উদ্দিন, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা বদরুল হক, জাকির হোসেন, আরিফুল ইসলাম শামিম, প্রভাষক বুরহান উদ্দিন প্রমুখ।