একুশে নিউজ ডেস্ক : একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, সিভিএমএস, জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী, সহকারী পরিচালব সিলেট রেঞ্জ মশিউর রহমান মানিক, সার্কেল এডজুট্যান্ট এ এস এম এনামুল হক, সিলেট রেঞ্জের সার্কেট এডজুট্যান্ট মোঃ জসিম উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি মোঃ রাশেল গাজী।
পরে বাদ জোহর আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার ভাষা শহীদ আব্দুল জব্বার ও ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।