একুশে নিউজ ডেস্ক : সিলেট চা জনগোষ্টি ছাত্র যুব কল্যাণ পরিষদের গৌরব অর্জন ও অনুপ্রেরণায় ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সিলেট সদর উপজেলার খাদিমনগর চা বাগানে সংগঠনের নির্মানাধীন কার্যালয়ের সামনে এ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ।
সিলেট চা জনগোষ্টি ছাত্র যুব কল্যাণ পরিষদের সভাপতি দিলিপ রঞ্জন কুর্মীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত বাড়াইক এর পরিচালনায় বিশেষ অতিথি গোয়াইনঘাট ডিগ্রি কলেজের প্রভাষক চিত্তরঞ্জন রাজবংশী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালী কার্যকরি পরিষদের সভাপতি রাজু গোয়ালা, নির্মলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু রঞ্জন সিং, খাদিম চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সবুজ তাতী, ৩নং খাদিমনগরের ৯নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান শামীম, খাদিম চা বাগানের মুরব্বী শ্রীবাস মাহালী, বুরজান চা কারখানার মুরব্বী সুশান্ত চাষা, সমাজ সেবক আহাদ মিয়া, সাইফুর রহমান, বুরজান চা কারখানার প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দাস প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট চা জনগোষ্টি ছাত্র যুব কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক বিক্রম রায়।