স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আওতাধীন সিলাম ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো: তানভীর আহমদের বাড়িতে পুলিশ তল্লাশির নামে হয়রানী চালিয়েছে। গত ০১ মার্চ ২০২৪ রাত ১০টায় মোগলাবাজার থানাধীন সিলাম পশ্চিমপাড়া গ্রামে তানভীর আহমদের বাড়িতে পুলিশ তল্লাশী চালায়।
এঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো: শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ৭ জানুয়ারী একতরফা নির্বাচন করে ক্রান্ত হয়নি। আমাদের নেকার্মীদেরকে হামলা, মামলা ও পুলিশ দিয়ে নির্যাতন ও হয়রানী করছে। এই ধারাবাহিকতায় আমাদের সিলাম ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক, দলের ত্যাগী, পরিক্ষিত নেতাকে পুলিশ অযথা গ্রেফতার করতে অভিযান ও তল্লাশী নামের পরিবারের সদস্যদের হয়রানী করছে। তানভীর আহমদকে বাড়িতে না পেয়ে তার পরিবারের সদস্যদের প্রতি অসৌজন্যমূক আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে এসব বন্ধ না করলে জনগণকে নিয়ে মাঠে নেমে সরকারের পতন আন্দোলন আরও জোরদার করা হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302