নবীগঞ্জ প্রতিনিধি : হবিগগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জাহান আহমদের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলা ও ভাংচুর করা হয়েছে। গত ০৫ মার্চ ২০২৪ তারিখে বিকাল ৫টায় নবীগঞ্জ থানার দীঘলবাক গ্রামে জাহান আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জাহান আহমদের বাড়িতে রাজনৈতিক আক্রোশের কারনে তার বাড়িতে হামলা ও ভাংচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তারা বাড়িতে খোঁজাখুজি করে জাহানকে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ির ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র ব্যাপক ভাংচুর ও হামলা চালায়। বাড়ির লোকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
জাহান আহমদের বাবা সোলেমান মিয়া অভিযোগ করে বলেন, আমার প্রবাসী ছেলে ছাত্র শিবিরের রাজনীতি করার কারণে আমার বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অবৈধভাবে প্রবেশ করে হামলা, ভাংচুর ও ভয়ভীতি প্রদর্শন করছে। আমার ছেলে প্রবাসে থাকার পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্নভাবে হুমকি-দামকি দিয়ে বলে, আমার ছেলে দেশে আসলে তাকে হত্যা করা হবে। এ ঘটনায় জাহান আহমদের পরিবার চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে। তিনি আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ছাত্র শিবির নেতা জাহান আহমদের বাড়িতে হামলা ও ভাংচুরের খবর শুনেছি। অভিযোগ পেলে আইননুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302