• ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৭৫নং কাঁঠাল খাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৪
৭৫নং কাঁঠাল খাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৭৫নং কাঁঠাল খাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (৬ মার্চ) সম্পন্ন হয়েছে।

উক্ত প্রতিযোগিতায় বিদ্যালয়ের মাঠে ছাত্রছাত্রীরা খেলাধুলার বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও গ্রামের মুরুব্বিয়ানরা উক্ত প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ ছানু মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষানুরাগী আহমদ হোসেন রনির পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব সিলেটের সাবেক সভাপতি ও মানবাধিকার কর্মী জনাব এমদাদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোসনা বেগম, জনাব আব্দুল হক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি শিপু মিয়া, আমজাদ হোসেন সুমন, দুবাই প্রবাসী জনাব আব্দুল কুদ্দুস, সৌদি আরব প্রবাসী শামসুজ্জামান জামান, সেজু আহমেদ, আঙ্গুর মিয়া, আকতার আলী, লিটন মিয়া, শাহিন মিয়া, আব্দুল হামিদ ও উক্ত বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।