• ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৪
পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে

একুশে নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার মাসিক নিয়মিত বৈঠক শুক্রবার (৮ মার্চ) বিকাল ৩টায় বন্দর বাজারস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর সভাপতি মুফতি সাইদ আহমেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী হা: মাও: মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম, আলহাজ্ব হা: মাও: আসআদ উদ্দীন, মাওলানা আব্বাস উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটার প্রভাষক বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হা: মাওলানা মতিউর রহমান খান, প্রচার ও দাওয়াহ সম্পাদক রফিকুল ইসলাম রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাও মুহিবুর রাহমান রনি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহা: আব্দুল মালিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহা: মাঈন উদ্দীন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মো: নুরুজ্জামান, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক হা: ওলিউর রহমান সাদিক, সহ-দপ্তর সম্পাদক মো: জাকির হুসাইন, মোহা: আরিফুর রহমান, মুহা. আলামিন হামজা।

বৈঠকে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার দাবীতে আগামী ১০ মার্চ রবিবার বাদ আসর বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে স্বাগত মিছিল সফল করতে নগরবাসীর প্রতি আহবান জানানো হয়।