• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

যুবদল নেতা সালামের পিতার মৃত্যুতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৪
যুবদল নেতা সালামের পিতার মৃত্যুতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর যুবদল নেতা এম. এ. সালামের পিতা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

শুক্রবার (৮ মার্চ) এক শোক বার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মিফতাহুল কবীর মিফতা ও সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, প্রবীণ মুরব্বী শেরু মিয়া সবসময় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি একজন পরহেযগার ও জনদরদী ব্যক্তি হিসেবে এলাকাবাসীর কাছে পরম শ্রদ্ধার পাত্র ছিলেন। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গতকাল রাতে প্রবীন মুরব্বী শেরু মিয়া হোসনাবাদ শাহী ঈদগাহ এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না———–রাজিউন।