• ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীতে হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২৪
বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীতে হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় রোববার (১৭ মার্চ) বিকালে হাবিব নগর চা-বাগান মাঠ, চিকনাগুল, জৈন্তাপুর, সিলেট মাঠে হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ, কানাইঘাট উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. মাসুক আহমদ, জৈন্তাপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক এডভোকেট মাসুক আহমদ, ক্রীড়া সংগঠক মো. হানিফ হোসেন, ক্রীড়া সংগঠক মোঃ আনোয়ার হোসেনসহ ক্রীড়ানুরাগী অসংখ্য অতিথিবৃন্দ।

উক্ত টুর্নামেন্টের ফাইনালে হাবিব নগর স্পোর্টিং ক্লাব ৩-০ ব্যবধানে চিকনাগুল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে সিলেট জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় জার্সি, ট্রফি, ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।