নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর ছাত্রদল নেতা শাহেদ আহমদ আত্মগোপনে থাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী কর্তৃক তার পিতাকে শারীরিক নির্যাতনের খবর পাওয়া গেছে।
ঘটনাটি গত ১৭ মার্চ (রবিবার) বেলা ১: ১৫ মিনিটের সময় ঘটে।
খবর নিয়ে জানা যায়, সমস উদ্দিন যোহরের নামাজে আরেঙ্গাবাদ জামে মসজিদে যাওয়ার পথে স্হানীয় আওয়ামীলীগ নেতা শফিক উদ্দিন, নজরুল উদ্দিন সহ ৮/১০ জন অজ্ঞাতনামা কর্তৃক তার ওপর হামলা চালায়। এ সময় তারা সমস উদ্দিনকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সমস উদ্দিনের শরীরে ধারালো রামদা দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্হানীয় মুসল্লীগন এসে দূর্বৃত্তদের হাত থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সমস উদ্দিন বড়লেখা উপজেলার আরেঙ্গাবাদ, দক্ষিণবাগ গ্রামের বাসিন্দা।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302