• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এমসি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি হলেন কানাইঘাটের মোঃ আলী

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২৪
এমসি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি হলেন কানাইঘাটের মোঃ আলী

একুশে নিউজ ডেস্ক : দীর্ঘ দুই দশক পর সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি পদে স্থান পেয়েছেন কানাইঘাটের মোহাম্মদ আলী। তিনি এমসি কলেজের গণিত বিভাগ থেকে ১ম শ্রেণীতে অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যয়নরত আছেন।

গত শুক্রবার (২৩ মার্চ) রাতে সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এক বছর মেয়াদি এমসি কলেজে ১১০ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

মোঃ আলী কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপার পূর্ব ইউনিয়নের দর্পনগর পশ্চিম গ্রামের স্থায়ী বাসিন্দা।

মোঃ আলী বলেন, ছাত্রলীগের একজন কর্মী হিসেবে কাজ করতে পারা অনেক গর্বের। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন এবং তার পবিত্র রক্তের সাহসী উত্তরাধিকারী গণতন্ত্রের মানসকন্যা, বিশ্বের বিস্ময়, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রপথিক, তরুণ প্রজন্মের আইকন সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আগামীর তথ্য প্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দেশ ও দক্ষ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।