• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে নৌ-পুলিশের আইন শৃঙ্খলা সভায় পুলিশ সুপার মামুন

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৪
জামালগঞ্জে নৌ-পুলিশের আইন শৃঙ্খলা সভায় পুলিশ সুপার মামুন

মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
সুনামগঞ্জের জামালগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালপুর নৌ-পুলিশ ফাঁড়ির আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দূর্লভপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জামালগঞ্জ লালপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পুলিশ অঞ্চল সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
এসময় লালপুর নৌপুলিশ ফাঁড়ির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ এসআই রায়হান আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস, সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মাসুক মিয়া, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, ঘাট ইজারাদার ও বালু পাথর ব্যবসায়ী মনজুরুল হক আফিন্দী।
এসয়ম আরো উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হানিফ মিয়া, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য ও বালু পাথর ব্যবসায়ী ইয়াকবীর আফিন্দী, একাধিক ঘাট ইজারাদার, ও জাহাজ, বাল্কহেড সুকানী, কর্মচারীসহ বালু পাথর শ্রমিক প্রমুখ।

সভায় নৌ-পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন তাঁর বক্তব্যে বলেন, নৌ-পথে চাঁদাবাজি বন্ধে ও অবৈধ মালামাল পরিবহনসহ যে কোনো অপরাধ ঠেকাতে বাংলাদেশ নৌ-পুলিশ বদ্ধ পরিকর। বিশেষ করে আমার সিলেট অঞ্চলে নৌপথে কোনো চাঁদাবাজি করা যাবেনা। নৌপথে চাঁদাবাজি জিরো টলারেন্সে আছে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এসময় তিনি আরো বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিলের ৬ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত সকল পণ্যবাহী নৌ-পরিবহন বন্ধ থাকবে। এসময় সকলেই নিরাপদে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে উদযাপন করবেন।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন তাঁর নিজের লেখা “পুলিশের আঙিনায় বঙ্গবন্ধু” নামে একটি বই হাতে হাতে তুলে দেন।