• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সালেহ আহমদ শাহবাগী

admin
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৪
জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সালেহ আহমদ শাহবাগী

একুশে নিউজ ডেস্ক : আসন্ন সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মাওলানা সালেহ আহমদ শাহবাগী। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাবেক যুগ্ম সম্পাদক দায়িত্বে ছিলেন। এছাড়াও জকিগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী শাহবাগ আল মাদানী ইসলামী পাঠাগারের সাবেক দীর্ঘ ৭ বছরের সা্ধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি ও মাদানী কাফেলা বাংলাদেশের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মাওলানা সালেহ আহমদ শাহবাগী উপজেলার ১নং বারহাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহিদপুর গ্রামের মরহুম আব্দুল হামিদ চৌধুরীর ছেলে।

ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সালেহ আহমদ শাহবাগী জানান, আমার দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দল যদি নির্বাচনে অংগ্রহন করার সিদ্ধান্ত নেয় তাহলে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি বিজয়ের ব্যাপারেও আমি আশাবাদী।