• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে সর্বজনীন পেনশন স্কীম হেল্প ডেস্কের উদ্বোধন করেন ইউএনও-মুশফিকীন নূর

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৪
জামালগঞ্জে সর্বজনীন পেনশন স্কীম হেল্প ডেস্কের উদ্বোধন করেন ইউএনও-মুশফিকীন নূর

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
“সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে সর্বজনীন পেনশন স্কীম হেল্প ডেস্ক ও রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে জামালগঞ্জ উপজেলা ভূমি অফিসের হেল্প ডেস্ক পেনশন স্কীম হেল্প ডেস্কের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।
উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির মো. ছবির হোসেন, সার্ভেয়ার এডিএম রুহুল আমিনসহ ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
ইউএনও মুশফিকীন নূর জানান,সোনালী ব্যাংক জামালগঞ্জ শাখার প্রতিনিধির মাধ্যমে স্থানীয় জনগন যেন সর্বজনীন পেনশন সমন্ধে অবহিত হয়ে সরাসরি হেল্প ডেস্কের সহযোগিতায় এই পেনশন স্কীমের সুফল পায়। এবং এ বিষয়ে স্থানীয় লোকজনকে সচেতন এবং রেজিষ্ট্রেশন করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।