মো. বায়েজীদ বিন ওয়াহিদ : সুনামগঞ্জের জামালগঞ্জে চোরাচালানের মাধ্যমে আনা স্টীলের নৌকা ভর্তি বিপুল পরিমানে ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে জামালগঞ্জ উপজেলার লালপুর ফাঁড়ির নৌ-পুলিশ।
রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলার সংবাদপুর নামক এলাকায় সুরমা নদী থেকে অভিযান চালিয়ে ৩ জনসহ প্রায় ১৫ লাখ টাকা মূল্যের এসব পণ্য সামগ্রী জব্দ করেছে লালপুর নৌ-পুলিশ।
আটকৃত ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি গ্রামের আবু মিয়ার ছেলে মোস্তাক মিয়া (৫২), সুলেমান মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৪), মৃত আপ্তাব উদ্দিনের ছেলে আলী আজগর (৪০)।
নৌ-পুলিশ সূত্রে জানাযায়, স্টীলের নৌকা দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় পণ্য পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লালপুর নৌ-পুলিশ ফাঁড়ির সংবাদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় তৈরি বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
জব্দকৃত সামগ্রির মধ্যে রয়েছে জামী কোল্ড পাউডার, পাঠান জেলী, আনুকারা জেল, ভেসলিন, পন্ডস ক্রীম, ভাটিকা কোকোনাট হেয়ার অয়েল, ক্লক ডি ক্রীম, জনসন বেবী হেয়ার অয়েল, জনসন বেবী শপ, জনসন মিল্ক ক্রীম, অলিভ বডি ওয়েল, সানরাইজ ক্রীম, মাই কেয়ার ক্রীম।
এব্যাপারে নৌ-পুলিশ সিলেট অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইসমাইল মিয়া জানান, আটকৃতরা দীর্ঘদিন ধরে কাষ্টমসকে ফাঁকি দিয়ে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ভারতীয় প্রসাধনী সামগ্রী দেশের অভ্যন্তরের বিভিন্ন স্থানে বিক্রি করছে বলে স্বীকার করেছে। আটকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, পুলিশ সুপার সিলেট অঞ্চল ও অতিরিক্ত আইজিপি নৌ-পুলিশ প্রধান মহোদয়ের নির্দেশে নদী পথে যে কোনো ধরনের অন্যায় অপরাধ চোরাচালান, চাঁদাবাজীসহ সকল প্রকার অনৈতিক কাজে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নৌ-পুলিশ সর্বদা সচেষ্ট আছে।
এসময় উপস্থিত ছিলেন, লালপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান দুলাল, এএসআই মো.রায়হান সহ সঙ্গীয় ফোর্স।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302