একুশে নিউজ ডেস্ক : মহান মে দিবসের চেতনায় বৈষম্যের সমাজ ভেঙে শোষণমুক্ত সমাজ নির্মাণ কর, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন কর, বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান,অত্যাবশকীয় পরিষেবা বিল প্রত্যাহার কর, জাতীয় ন্যূনতম মজুরি ২০হাজার টাকা ঘোষণা, চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬শত টাকা ঘোষণা, শ্রমিকদের দাবি মেনে নিয়ে তারাপুর চা বাগান খুলে দেওয়া, নির্মাণ শ্রমিক ও দিনমজুরদের সারা বছর কাজ নিশ্চিত করা, সার্বজনীন পেনশন স্কীমে শ্রমজীবীদের সরকারী উদ্যোগে যুক্ত করাসহ অন্যান্য দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে আগামীকাল ১ মে বুধবার সকাল ১১টায় আম্বরখানাস্হ সংগঠনের কার্যালয়ের সামনে জমায়েত শেষে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল এক যুক্ত বিবৃতিতে মহান দিবসের মিছিল-সমাবেশ সফল করার লক্ষ্যে আগামীকাল ১মে সকাল ১১টায় আম্বরখানাস্হ সংগঠনের কার্যালয়ের সামনে জমায়েত হওয়ার জন্য সর্বস্তরের শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302