মো. বায়েজীদ বিন ওয়াহিদ, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে ধান কাটা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
বুধবার সকালে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাগনার হাওরের ধান কাটা পরিদর্শন করেন।
এসময় ইউএনও হাওরে কৃষকরা ব্যাপক ভাবে ধান কাটছেন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত হাওর থেকে ধান কাটার জন্য জোর পরার্মশ দেন। ধান শুকানোর কাজে কর্মরত খলায় (মাঠে) কৃষক কৃষাণীদের সঙ্গে কথা বলেন। এ সময় কৃষকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। কৃষকরা জানান বিগত বছরগুলোর তুলনায় এবার ধানের ফলন অনেক ভালো হয়েছে। পাগনার হাওরে সরকারি সহায়তায় বিতরণকৃত হারভেষ্টার দিয়ে ধান কাটা চলছে। শ্রমিক সংকটের কারণে কৃষকের ভরসা এখন হারভেস্টার মেশিনেই। আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যেই শতভাগ ধান কাটা শেষ হয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুল জলিল মিলন, আনসার ভিডিবি কর্মকর্তা ফয়সাল আহমেদ চৌধুরী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল, একাডেমিক সুপারভাইজার আবদুল মুকিত, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302