• ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

কানাইঘাট কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী ও শিশু মেলা অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ১০, ২০২৪
কানাইঘাট কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী ও শিশু মেলা অনুষ্ঠিত

একুশে নিউজ ডেস্ক :  শিশুরা হচ্ছে আমাদের দেশের আলোর অভিযাত্রী। শিশু কিশোরদেরকে সুস্থ সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত করে তাদের ভেতরের প্রাণ শক্তিকে জাগিয়ে তুলতে হবে। সুস্থ সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশুদের জ্ঞান শক্তিকে বিকশিত করবে, তাদের মধ্যে প্রতিযোগিতার মনমানসিকতা বৃদ্ধি ঘটবে। বিশেষ করে তাদের দ্বারা আগামী দিনে দেশ নতুন আলোয় আলোকিত হয়ে উঠবে।

সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও শিশু মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি কানাইঘাটের প্রবীণ শিক্ষাবিদ মাওলানা মোঃ রফিকুল হক সহ অন্যান্য অতিথিবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।

সমিতির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী রোটারিয়ান ডা. মো. মিছবাউল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কানাইঘাট ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সমিতির সহ সভাপতি আহমদ সুলেমান।

সিলেট আইডিয়াল মাদ্রাসার কৃতি ছাত্র নাহিয়ান ইসলাম এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতির সহ সভাপতি সেলিম আহমদ চৌধুরী, মাওলানা যাদুল আহমদ চৌধুরী, মোঃ সাব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আউয়াল চৌধুরী শিপার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন আহমদ, অফিস সম্পাদক মো. জসীম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মো. আলমগীর চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য মোঃ রফিক আহমদ, মোঃ মিজানুর রহমান। সভায় সুধীজন ও অভিভাবকদের মধ্যে উপস্হিত ছিলেন মোঃ ইফজালুর রহমান খান, মাহবুবুর রহমান, ফারহানা বেগম ও কানিজ ফাতেমা প্রমুখ।

শিশু মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্হিত ছিলেন জুনায়েদ আহমদ চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী, নাহিয়ান ইসলাম, নাফিসা জান্নাত ইতু, আজহারুল ইসলাম আবিদ, মুনতাহা ইশরাত, নাছিফুল ইসলাম, আদিবুল ইসলাম নাফিদ, আফিফ চৌধুরী, নাফি বিন নাসির, নাফিসা বিনতে নাসির, আদনান আহমদ, এহসান আহমদ, মুশফিক আহমদ, নাফিসা তাবাসসুম, মোঃ তানজিল হাসান রাহি, মোছাঃ তানিশা রহমান মিলি, তাসনিয়া আহমদ, তাওসিফ আহমদ, ছামিয়া আক্তার তানিয়া এবং তাসনিম যান্নাত তামান্না প্রমুখ। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের হাতে সমিতির পক্ষ থেকে আকর্ষনীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

কানাইঘাট ডায়াবেটিক সেন্টারের এমডি ডায়াবেটিক বিশেষজ্ঞ রোটারিয়ান ডা.মো. মিছবাউল ইসলামের সৌজন্যে তিন গ্রুপের বিজয়ী কয়েকজন এবং বিশেষ অবদানের জন্য যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন এবং সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলমগীর চৌধুরীর হাতে বিশেষ মূল্যবান পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সহ সংগঠনের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।

সমিতির নতুন সদস্যগণ বলেন,সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতি একটি স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে । এই অগ্রযাত্রায় অংশ গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত।

মূল অনুষ্ঠানের পর কার্যকরী কমিটির তাৎক্ষণিক বৈঠকে সমিতির উদ্যোগে কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চলে শীগ্রই একটি মেডিকেল ক্যাম্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিশেষে প্রধান অতিথি বয়োবৃদ্ধ প্রবীণ শিক্ষাবিদ মাওলানা মোঃ আব্দুল হক স্যারের দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।