• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

সাংবাদিক শেরুর বাবার মৃত্যুতে জামালগঞ্জ প্রেসক্লাবের শোক

admin
প্রকাশিত মে ১০, ২০২৪
সাংবাদিক শেরুর বাবার মৃত্যুতে জামালগঞ্জ প্রেসক্লাবের শোক

মো. বায়েজীদ বিন ওয়াহিদ, স্টাফ রিপোর্টার : জামালগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক পথের আলো পত্রিকার জামালগঞ্জ প্রতিনিধি মো. শেরে আলম শেরু’র পিতা সাবেক ইউপি সদস্য শেখ গোলাম মোস্তফার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জামালগঞ্জ প্রেসক্লাব।

শুক্রবার এক শোক বার্তায় জামালগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২ টায় শেখ গোলাম মোস্তফা তাঁর গ্রাম রামনগরের নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বছর ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ১ পূত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুম্মা রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।