একুশে নিউজ ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিম, দেশ ও জনগনের গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান বয়ষ্ক জনগোষ্ঠির টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরপত্তা বলয়ের আওতাভূক্ত করার লক্ষ্যে এবং ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা হ্রাসের কারণে নির্ভয়শীলতার হার বৃদ্ধি পাবে।
তার ধারাবাহিকতার আলোর ফেরিওয়াল ইমতিয়াজ রহমান ইনু নিজ উদ্যোগে সোমবার সকাল ১১টায় সিলেট নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার ও ক্বিন ব্রিজ এলাকায় সর্ব সাধারণ জনগনের মধ্যে সর্বজনীন পেনশনের লিফলেট বিতরণ করেন আলোর ফেরিওয়ালা ইমতিয়াজ রহমান ইনু এবং সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে বিভিন্ন তথ্য কেন্দ্র গিয়ে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন করার দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। সরকারের ওয়েবসাইটে কিভাবে আবেদন করা যায় সে সবাইকে সহজভাবে তথ্য দিয়ে সর্বজনীন পেনশন স্কিমের আবেদনের আহবান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302