• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

লন্ডনে মিছিল-সমাবেশ করেছে যুবদল

admin
প্রকাশিত মে ২৩, ২০২৪
লন্ডনে মিছিল-সমাবেশ করেছে যুবদল

একুশে নিউজ ডেস্ক : বাংলাদেশে জাতীয়তাবাদি দল (বিএনপি) চেয়ারপাসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে মামলা প্রত্যাহার দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে মিছিল সমাবেশ করেছে লন্ডন যু্বদল। দলের সাবেক ও বতমান নেতাদের উদ্যোগে সম্প্রতি ৪২-ফিল্ডগেট মায়েদা গ্রিল হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। গুন ও খুনের ভয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী আজ দেশে ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। বাংলাদেশে এখন আইনের শাসন নেই। ভোটার বিহনীন নির্বাচন করে সরকার ঠিকে থাকার চেষ্টা করছে। বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে বিদেশে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিতের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি সুরমান খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক লায়েক মুস্তাফার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তজাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন।

বিশেষ অতিথির বক্তব্য দেন দেন কেন্দ্রীয় যুবদলের সদস্য বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এজে লিমন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আবুল খায়ের কবির মিয়া, যুগ্ম সম্পাদক এমদাদ চৌধুরী, প্রবাসী নেতা, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সুফিয়ান আহমদ, শিব্বির আহমদ সুমন, জাকারিয়া আহমদ জাকু, শেখ সাদেক, সুলতান আহমদ ইমন, কিবরিয়া ইসলাম, শেখ আতিক, শাহিনুর পাশা, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। সমাবেশে যোগ দিতে সাবেক ছাত্রদল নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলটি সমাবেশে যোগদান করে।।